আপনি কি LPG Gas Cylinder রান্না করেন? আপনার বাড়িতে কি এলপিজি কানেকশন রয়েছে? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিসেম্বর মাসের শুরুতেই একগুচ্ছ নতুন নিয়ম লাগু হয়েছে। সেগুলোর মধ্যে থেকে অন্যতম হল গ্যাস বুকিং এর পদ্ধতি। এবার থেকে নতুন নিয়ম মেনে বুক করতে হবে গ্যাস সিলিন্ডার। ডিসেম্বর মাসের মধ্যেই সকল ব্যবহারকারীদের এই নিয়ম জেনে নিতে হবে। নাহলে জানুয়ারি মাস থেকে পড়তে হবে সমস্যায়। জেনে নিন বিস্তারিত।
New Rules for LPG Gas Cylinder Subsidy.
এখনকার সময় দাঁড়িয়ে প্রতিটি মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে যুক্ত হয়েছে LPG Gas Cylinder. বেশ কয়েক বছর আগে মানুষ গ্যাসে রান্না করত না। সেই সময় ভরসা করতে হত কাঠ, কয়লা ও ঘুটের মত সামগ্রীর ওপর। কিন্তু এখন গ্যাস ছাড়া মানুষের চলেনা। LPG Gas Cylinder এর ব্যবহার মানুষকে অনেকটা সাহায্য করেছে। এখন খুব কম সংখ্যক মানুষই এমন রয়েছে যারা LPG Gas Cylinder ব্যবহার করেন না।
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রয়েছে। এই যোজনার আওতায় অনেক কম দামে LPG Gas Cylinder পেয়ে যান বাড়ির মহিলারা। এই মুহূর্তে দেশের প্রায় ১০ কোটি মহিলা এই প্রকল্পের সাহায্য পাচ্ছেন। তবে এবার থেকে গ্যাস বুকিং এর নিয়মে কিছু পরিবর্তন আসতে চলেছে। আপাতত সকল ক্ষেত্রে এই নিয়ম লাগু না হলেও ধীরে ধীরে ডমেস্টিক, কমার্শিয়াল ও উজ্জ্বলা যোজনায় লাগু হয়ে যাবে
রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সরকারি নির্দেশ। ক্ষতি এড়াতে বুক করার আগে জেনে নিন।
সূত্র থেকে জানা যাচ্ছে, আঙুলের ছাপ আর মুখমণ্ডল যাচাইকরনের মাধ্যমে এবার থেকে গ্যাস বুক করতে হবে। LPG Gas Cylinder যখন ডেলিভারি দিতে আসবে তিনি আঙ্গুলের ছাপ আর মুখমণ্ডল যাচাইকরনের মাধ্যমেই সিলিন্ডার হস্তান্তরিত করবেন। তবে যার নামে গ্যাস রয়েছে কেবলমাত্র তারই বায়োমেট্রিক দ্বারা সিলিন্ডার বুকিং করা যাবে। অবশ্য সকল LPG Gas Cylinder ব্যবহারকারীদের জন্য আপাতত এই নিয়ম চালু হচ্ছে না।

এই নিয়ম মেনে কেবলমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস বুকিং করতে হবে। ধাপে ধাপে অন্যান্য ব্যবহারকারীদেরও এই নিয়মের আওতায় আনা হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই নিকটবর্তী গ্যাস সাপ্লাই অফিসে বায়োমেট্রিক এর বিবরণ ও তথ্য জমা করতে হবে। বাকি কাজ তারাই সম্পূর্ণ করে নেবেন। উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত মহিলাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক বলে জানা যাচ্ছে।
রান্নার গ্যাসে ভর্তুকি পেতে নতুন নিয়ম চালু। এই কাজ না করলে ব্যাংকে টাকা ঢুকবে না।
কয়েক মাস আগেও রান্নার গ্যাসের দাম ছিল আকাশ ছোঁয়া। এই মূল্যবৃদ্ধির বাজারে মানুষের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। সেখানে গ্যাসের দামের কারণে মাসের শেষে পকেটের টান পড়ত মধ্যবিত্ত মানুষের। তবে এখন সেই অবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে। কেন্দ্র সরকার সম্প্রতি রান্নার গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়েছে।