PM New Scheme 2024: একেবারে জলের দরে মিলছে চাল, আটা, কিনে নিন এইভাবে

Share:

PM New Scheme 2024: সম্প্রতি ভারতের প্রত্যেক রেল স্টেশনে একেবারে জলের দরে চাল এবং আটা দেওয়ার চিন্তাভাবনা করেছে নরেন্দ্র মোদি সরকার। কীভাবে এই সুবিধা পাবেন প্রত্যেক গ্রাহক। সবাই এই সুবিধা উপভোগ করবেন? নাকি বিশেষ কিছু মানুষের জন্যই রাখা হয়েছে এই সুবিধা? নিশ্চয়ই এমন প্রশ্নই আসছে সবার আগে।

ADVERTISEMENTS

PM New Scheme 2024

ভোটের আবহাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক যুগান্তকারী ঘোষণা করেছেন। যেমন উজ্জ্বলা প্রকল্পের ভর্তুকির মেয়াদ বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্ন নতুন প্রকল্প চালু করা সবটাই দেশের মানুষের স্বার্থে করেছেন তিনি।

সম্প্রতি বিদ্যুতের বিল নিয়ে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা। সেই সময় তিনি জোর দিয়েছেন সৌর শক্তির ওপর। সামনে এনেছেন নতুন স্কিম। যে স্কিম অনুযায়ী মানুষকে উৎসাহিত করা হয়েছে ঘরের সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ ব্যবহার করার। শুধু তাই নয়, ঘোষণা করা হয়েছে ভর্তুকিরও (PM New Scheme 2024)।

যেকোনো খাদ্যশস্য যেমন ডাল, মোটা দানা শস্য এবং মিলেটের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দিতে ইতিমধ্যেই দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে বিশেষ ক্রয়ের কর্মসূচি। ভারত ব্যান্ডের গমের আটা এবং ভারত চাল এবার বাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন মূল্যের থেকে একটু বেশি দামে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। অন্তত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে (PM New Scheme 2024)।

জানা যাচ্ছে ভারতের প্রত্যেকটি রেল স্টেশনের মোবাইল ভ্যানের মধ্যে দিয়ে গমের আটা প্রতি কেজি ২৭.৫০ পয়সা হিসেবে বিক্রি করা হবে। অন্যদিকে সমবায় সমিতি, এনএফইডি এবং এনসিসিএফ ও কেন্দ্রীয় ভাণ্ডারের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষে ৮০০ টি মোবাইল ভ্যানে ২০১৩টির বেশি দোকানের মধ্যে দিয়ে ভারত ব্র্যান্ডের এই চাল এবং আটা বিক্রি করা হবে।

ভারতবর্ষে বর্তমানে বাজারে আটার দাম ৩০ টাকা থেকে ৩২ টাকা প্রতীক কেজি হিসাবে মানুষ কিনছেন। এর চেয়েও ভাল ব্র্যান্ডেড আটা কিনতে হলে মানুষকে পকেট থেকে খসাতে হচ্ছে প্রতি কেজি হিসাবে ৪০ থেকে ৪২ টাকা অবধি।

বর্তমানে ভারত ব্র্যান্ডের এই আটা বাজার দরের থেকে অনেকটাই কম দামে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সরকার। ভর্তুকিযুক্ত এই বিশেষ পণ্য পাওয়া যাবে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে। শুধুমাত্র চাল কিংবা আটা নয় এর পাশাপাশি মানুষেরা পাবেন ডাল, পেঁয়াজ ইত্যাদি। চাল এবং আটার মতো ডাল পেঁয়াজ সবকিছুর দামি বেশ কম রাখা হয়েছে (PM New Scheme)।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment