Smart Phone – স্মার্ট ফোন কিনতে চান? এই জিনিস গুলি চেক করে নিন নয়তো পস্তাতে হবে।

Share:

আপনি কি ইলেকট্রিক প্রোডাক্ট কিনতে চাইছেন? হাতের মোবাইলটিকে এবার বদল করতে চাইছেন! কিন্তু বাজেটের কারণে পারছেন না Smart Phone কিনতে! এবার আপনার জন্য চলে এসেছে দারুন সুযোগ। দুর্দান্ত অফারে কিনে ফেলুন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস। এই সুযোগ হারাবেন না। আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।সেলের সময় অনলাইন শপিং প্লাটফর্মগুলিতে বিক্রি তুলনামূলক বেশ খানিকটা বেড়ে যায়। এখন যেকোন উৎসব উপলক্ষে সেল দিচ্ছে এইসব অনলাইন শপিং সাইটগুলি।

Smart Phone

এবার Amzon India পোঙ্গল ও মকর সংক্রান্তি উপলক্ষে একটি সেলের ঘোষণা করেছে। এই সেলে আপনারা পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সবকিছুতে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন। অনেকটা কম দামে কিনতে পারবেন নিজের প্রয়োজনীয় ও সখের জিনিস। এই সেল শুরু হচ্ছে 18 ই জানুয়ারি, 2024 থেকে। এই অফারে আপনারা Philips, ASUS, Happilo, Cadbury ও OnePlus এর মতো বড় বড় ব্র্যান্ডগুলির প্রোডাক্ট সস্তায় পেয়ে যাবেন। মকর সংক্রান্তিতে Amazon India দিচ্ছে বিশেষ ছাড়।

Realme Narzo 60X 5G
এই Smart Phone টি আপনারা মাত্র 14 হাজার 499 টাকায় পেয়ে যাবেন। এতে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।

OnePlus 11R 5G
এই স্মার্টফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। আপনারা এটি Amazon India থেকে কিনতে পারবেন। এই স্মার্টফোনের মূল্য 39 হাজার 999 টাকা হলেও, আকর্ষণীয় ছাড়ে এটি কেনা যাবে।

রাজ্যে নতুন রেশন ডিলার নেওয়া হবে জারী হল বিজ্ঞপ্তি, আবেদন জানান এইখানে।

pTron Bassbuds+ earbuds
মাত্র 699 টাকায় কিনতে পারবেন Bluetooth 5.0 প্রযুক্তি সহ pTron earbuds।

JBL Partybox 110
এটি একটি ওয়্যারলেস ব্লুটুথ পার্টি স্পিকার। এতে রয়েছে 12 ঘন্টার প্লে টাইম। মাত্র 27 হাজার 666 টাকায় এটি কেনা যাবে।

BoAt Airdrops 141 ANC TWS earbud
এই ইয়ারবাডে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসহ beast মোড। মাত্র 1 হাজার 799 টাকায় Amazon India থেকে এটি কেনা যাবে।

Asus Vivobook 15
আপনি কি ল্যাপটপ কিনতে চান? তাহলে মকর সংক্রান্তি উপলক্ষে কিনে ফেলুন Asus Vivobook 15. এতে রয়েছে intel core i7-1265OH প্রসেসর। এই ল্যাপটপটি Amazon India র প্ল্যাটফর্মে মাত্র 30 হাজার 999 টাকায় কিনতে পারবেন।

এবার গাছপালা থেকেই তৈরী হবে স্মার্টফোন! বিকল্প পদ্ধতি খুঁজে পেল বিজ্ঞানীরা।

Flipkart ও Amazon এর পরবর্তী সেল 2024 Flipkart ও Amazon এ শুরু হতে চলেছে Republic Day Sale 2024. 14 ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে Republic Day Sale 2024. এই সেলে আপনারা দুর্দান্ত ডিল আর আকর্ষণীয় অফার পেয়ে যাবেন। Flipkart Republic Day Sale 2024 চলবে 19 শে জানুয়ারি পর্যন্ত। (Smart Phone)

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment