Diposit Limit – ব্যাংকে একসঙ্গে কত টাকা রাখতে পারবেন? বেশি টাকা রাখলেই বিপদ আসবে ইনকাম ট্যাক্সের নোটিশ।

Share:

আমরা সবাই নিজেদের টাকা ব্যাংকে (Bank Diposit Limit) রাখতে বেশি পছন্দ করি। ব্যাংকে টাকা রাখার অনেক সুবিধা। টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ব্যাংকে টাকা রাখলে অনলাইন কেনাকাটা, বিল পেমেন্ট, কাউকে প্রয়োজনে টাকা পাঠাতে আমাদের সুবিধা হয়ে থাকে।

আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্যাংকে কত টাকা জমা রাখা দরকার? কত টাকা জমা রাখলে সরকার ট্যাক্স কাটবে? ব্যাংকে কত টাকা রাখার নিয়ম রয়েছে, সেসব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাংকে এমন ভাবে টাকা রাখতে হবে যাতে আপনার লাভ ও হয় এবং ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার কাছে নোটিশ না আসে। ব্যাংকে টাকা রাখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি পড়ুন।

Bank Money Diposit Limit

ব্যাংকে সর্বোচ্চ কত টাকা জমা করতে পারবেন এই বিষয়টি জানার আগে আপনাদের অবশ্যই জানতে হবে যে ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়। ব্যাংকে প্রধানত দুই ধরনের অ্যাকাউন্ট আছে সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট বেশিরভাগ মানুষের প্রায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্টে টাকা জমা এবং টাকা লেনদেনের সীমা ভিন্ন এবার দেখে নিন সেভিংস এবং কারেন্ট একাউন্টে কত টাকা রাখতে পারবেন বা কত টাকা লেনদেন করতে পারবেন।

Aadhaar Card Photo Change Process

সেভিং একাউন্ট


প্রথমে দেখে নেওয়ে যাক সেভিং একাউন্টে (Diposit Limit) কত টাকা রাখা উচিত। বর্তমানে প্রায় সবারই সেভিং একাউন্ট রয়েছে। সেভিংস একাউন্টে আপনি যত খুশি টাকা রাখতে পারেন। একদিনে ১ লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন। কখনো কখনো এমন হয় আপনি দিনে ২.৫ লক্ষেরও বেশি বাড়ানো যেতে পারে । অফিসিয়ালি নির্দেশ অনুযায়ী যদি আপনার ব্যাংকের টাকার পরিমান একটি সীমার উপরে হয় তাহলে আয়কর প্রযোজ্য হতে পারে। সেভিং একাউন্টে একটি আর্থিক বছরে যদি কেউ ১০ লক্ষ টাকার বেশি জমা বা তোলা লেনদেন করে সেই ক্ষেত্রে আয়কর অফিস থেকে নোটিশ আসতে পারে। এবং ইনকাম ট্যাক্স অফিসারদেরকে টাকার প্রমাণ দেখাতে হবে। আপনি যদি ইনকাম প্রমান না দেখাতে পারেন তাহলে আয়কর বিভাগ আপনার উপর আইন পদক্ষেপ্ত নিবেই এবং ইনকামের উপর ৬০% ট্যাক্স কেটে নেবে।

কারেন্ট একাউন্ট


সেভিং একাউন্ট এর মত কারেন্ট অ্যাকাউন্টে তেও একই নিয়ম প্রযোজ্য। কারেন্ট একাউন্টে (Diposit Limit) আপনি যত খুশি ইচ্ছা মতো টাকা রাখতে পারেন। কারেন্ট একাউন্ট ব্যবসা চালানোর ক্ষেত্রে খোলা হয় তা একে ব্যবসায়িক একাউন্টও বলা হয়। কারেন্ট একাউন্টে টাকা জমাও তোলার কোন সীমা নেই।

অবশ্যই পড়ুন » রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ অর্থ দফতরের নয়া বিজ্ঞপ্তি। বহু দিনের দাবি পূরণ।

এক্ষেত্রে আপনার যদি বছরে ৬০ লক্ষ টাকার লেনদেন হয়ে থাকে তাহলে ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ আসতে পারে। এরপর ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার উপর তদন্ত করা হবে এবং আপনার টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment