পড়াশোনার পর স্বাবলম্বী হতে চাইলে প্রতিমাসে ভালো রোজগার করতে চাইলে আপনার বাড়ির কাছে ATM Franchise Business শুরু করতে পারেন আপনিও। বর্তমানে যুবক, যুবতীরা চাকরি খুঁজছেন। আবার অনেকেই ব্যবসা করতে চাইছেন।আজকের প্রতিবেদনে তাই সকলের জন্যই একটা ভালো বিজনেস আইডিয়া আলোচনা করা হলো। আসুন এই ব্যবসা (ATM Franchise Business) সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।
What Is ATM Franchise Business?
এটিএম ফ্র্যাঞ্চাইজি বিজনেস (ATM Franchise Business) ধরনের বিজনেস (Business Idea) যেখানে ব্যাংক অথবা অনুমোদিত কোম্পানি আপনার নিজের এলাকায় ATM বসানোর অনুমতি দেয়। এর দ্বারা আপনার বাড়ির কাছে এটিএম মেশিন বসিয়ে মাসে প্রচুর টাকা উপার্জন করতে পারেন। এবার আপনার যদি রাস্তার পাশে বাড়ি থাকে অথবা ঘর ভাড়া নিয়েও এই ব্যবসা (ATM Franchise Business) আপনি শুরু করতে পারবেন। আপনার বসানো এটিএম মেশিন ব্যবহার করে মানুষ টাকা তুলবে, ব্যালেন্স চেক করবে বা মিনি স্টেটমেন্ট নেবে। আর প্রতিটি লেনদেনের উপর আপনি কমিশন পাবেন (ATM Franchise Business).
ব্যবসা শুরু করতে কত টাকা বিনিয়োগ প্রয়োজন?
সমস্ত ব্যবসা (ATM Franchise Business) শুরুর আগেই বিনিয়োগ করতে হয়। ATM Franchise শুরু করতে প্রথমে একটা মোটা অংকের টাকা বিনিয়োগ করতে হবে। মোটামুটি প্রায় ২ থেকে ৫ লাখ টাকা বিনিয়োগ প্রয়োজন। তবে চাইলে ছোট পরিসরে এর থেকেও কম খরচে ব্যবসা শুরু করা সম্ভব।
আপনি যদি ঘর ভাড়া নেন বা দোকান কেনেন তাহলে খরচ কিছুটা বেড়ে যাবে। আর যদি নিজের ঘর থাকে তাহলে খরচ অনেকটাই কমে যাবে। এছাড়াও এয়ার কন্ডিশনার (AC), UPS/Power Backup, CCTV ক্যামেরা, সাইনবোর্ড এসবের জন্য আপনার কিছু টাকা খরচ হতে পারে।
আরও পড়ুন: বাড়ি বসে আয় হবে 50,000 টাকা, এভাবেই শুরু করুন পোস্ট অফিস ফ্রাঞ্চাইজির ব্যবসা
ব্যবসা থেকে কি রকম লাভ আসবে?
এই ব্যবসা শুরু করার কিছু দিনের মধ্যেই পুরো ইনভেস্টমেন্ট উঠে আসবে। এরপর থেকে আপনি লাভের মুখ দেখতে পাবেন। যদি ভালো জায়গায় এটিএম মেশিন বসাতে পারেন তাহলে প্রতিমাসে গড়ে ৫০,০০০-৭০,০০০ টাকা ইনকাম করা সম্ভব। আসলে যত বেশি ট্রানজেকশন হবে তত বেশি আয় হবে। আর হ্যাঁ, ATM বসালে আপনাকে প্রতিদিন উপস্থিত থাকতে হয় না। তবে লোকেশন ভালো হলে ও মানুষজন যদি সেই ATM নিয়মিত ব্যবহার করেন, তাহলে এই ব্যবসা (Business Idea) থেকে আপনার দীর্ঘমেয়াদি লাভ নিশ্চিত।
ব্যবসা শুরু করার জন্য কোন কোন কোম্পানি সুযোগ দিচ্ছে?
বর্তমানে ভারতে একাধিক কোম্পানি অফিসিয়ালি এই ব্যবসার (ATM Franchise Business) জন্য সুযোগ দিচ্ছে। আর সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল-
- Tata Indicash
- Hitachi Payment Services
- India1 ATM
- Muthoot ATM
- SBI (State Bank of India)
তবে আবেদন করতে হলে আপনাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে হবে।
কোন কোন ডকুমেন্ট লাগবে?
ব্যবসা শুরু করার আবেদন জানানোর জন্য যে যে নথি লাগবে সেগুলি হলো-
- আধার কার্ড
- প্যান কার্ড
- ভোটার আইডি
- দোকান ভাড়ার কাগজ বা জমির মালিকানার দলিল
- ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস
- এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- সিসিটিভি ইনস্টলেশন রিপোর্ট জমা দিতে হবে।
মনে রাখবেন, আপনাকে অবশ্যই নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে। এটিএম-এ সিসি ক্যামেরা লাগাতে হবে। নিয়মিত সেটি পর্যবেক্ষণ করতে হবে।
আরও পড়ুন: মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসার একটি দুর্দান্ত আইডিয়া। অল্প পূঁজি ও পরিশ্রমে প্রচুর টাকা রোজগার
উপসংহার
আপনিও নিজের এলাকায় এই ব্যবসা আরম্ভ করতে পারেন। আপনি যদি নিশ্চিত উপার্জন করতে চান তাহলে এটিএম মেশিন বসানোর জন্য বিভিন্ন ব্যাংকের সঙ্গে অথবা ATM ফ্রাঞ্চাইজির সঙ্গেও যোগাযোগ করতে পারেন।