Assistant Professor Recruitment 2024: প্রায় 4000 শুন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসেই মিলবে মোটা বেতন

Share:

Assistant Professor Recruitment 2024: অবশেষে সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাইছেন প্রফেসর পদে কাজ করতে তাদের জন্য আজকের এই প্রতিবেদন। নিয়োগ করা হচ্ছে একাধিক শূন্য পদে।

ADVERTISEMENTS

Assistant Professor Recruitment 2024 apply online

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে তামিলনাড়ু শিক্ষক নিয়োগ বোর্ড তামিলনাড়ু কলেজিয়েট এডুকেশনাল সার্ভিসে সহকারী অধ্যাপক নিয়োগ করছে।

কীভাবে করবেন আবেদন? কী কী প্রয়োজনীয় নথি লাগবে? কী কী শূন্য পদ রয়েছে? কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া! সবটাই আলোচনা করা হল আমাদের আজকের এই প্রতিবেদনে (Assistant Professor Recruitment 2024)।

কবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে?

তামিলনাড়ু কলেজিয়েট এডুকেশনাল সার্ভিসে সহকারী অধ্যাপকের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে গত ১৪ই মার্চ।

কবে শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া?

গত পরশু ২৮ শে মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া (Assistant Professor Recruitment 2024)।

কবে শেষ অবধি আবেদন করা যাবে?

আগামী ২৯ শে এপ্রিল পর্যন্ত শেষ আবেদন করা যাবে (Assistant Professor Recruitment 2024)।

পরীক্ষার তারিখ কী রাখা হয়েছে?

এই পদে নিয়োগের জন্য কর্মীদের পরীক্ষা নেওয়া হবে ৪ ই আগস্ট।

কবে নেওয়া হবে ইন্টারভিউ?

এখনো পর্যন্ত ইন্টারভিউ এর দিন ঘোষণা করা হয়নি।

শূন্য পদ কটা রয়েছে?

ব্যাক লগ রয়েছে মোট ৭২ টি। শূন্য পদের স্বল্পতা রয়েছে চারটি। বিভিন্ন বিষয়ে অক্ষম ব্যক্তিদের তামিল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়গুলি দেখানোর জন্য শূন্য পদের বন্দোবস্ত রয়েছে মোট তিনটি। বর্তমানে মোট শূন্য পদের পরিমাণ 3921 টি।

প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের বিষয়ভিত্তিক তালিকা দেখে নিতে পারবেন। এখানে উল্লেখ রয়েছে বিশেষ ভিত্তিক যোগ্যতার কথাও।

বয়স সীমা কী রাখা হয়েছে?

পয়লা জুলাই ২০২৪ অনুযায়ী ৫৭ বছরের কম বয়স হতে হবে আবেদনকারীর।

কীভাবে নির্বাচন করা হবে?

এই পদে নির্বাচনের জন্য সবার প্রথমেই একটি লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। তারপর নেওয়া হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষার মোট ২০০ নম্বরের হবে এতে রয়েছে দুটি পত্র। ১০০ নম্বরের জন্য রয়েছে পেপার ওয়ান এবং দুটি বিভাগে বিভক্ত। বিভাগ এর মধ্যে একটি তে ৫০টি বাধ্যতামূলক প্রশ্ন রয়েছে এখানে। এরমধ্যে ২৫টি তামিল ভাষার এবং ২৫ টি সাধারণ জ্ঞানের। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিছু প্রশ্ন থাকবে। একটি বিভাগ শেষ করতে হবে এক ঘণ্টার মধ্যে।

পরবর্তী বিভাগ হচ্ছে বিভাগ বি। দু’ঘণ্টার দীর্ঘ এবং মোট আটটি বর্ণনামূলক প্রকারের প্রশ্ন থাকবে এখানে। এখানে প্রার্থীদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে ১০ নম্বর।

দ্বিতীয় পত্র এরকমভাবেই রয়েছে নাম্বার ডিভিশন। ইন্টারভিউ ডাউন হবে মোট ৩০ নম্বরের। যদি শূন্য পদের সংখ্যা পাঁচের বেশি হয়ে থাকে তাহলে শূন্য পদের সংখ্যা থেকে দ্বিগুণ বেশি প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। যদি শূন্য পদের সংখ্যা তিনটি হয় তাহলে সে ক্ষেত্রে তিন গুণ চাকরিপ্রার্থীকে থেকে ডাকা হবে সাক্ষাৎকারের জন্য।

এই পদে নির্বাচিত হতে গেলে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন সাধারণ শ্রেণীভুক্ত তাদের ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যান্য বিভাগের জন্য ৩০ শতাংশ নম্বর পেলেই চলবে।

Official Notification: Click Here

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment