PNB Scholarship 2024: পড়ুয়ারা মাসে পাবেন ৪০,০০০ টাকা, কীভাবে করবে?

Share:

PNB Scholarship 2024: পড়ুয়াদের পাশে দাঁড়াতে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম এর কথা ইতিমধ্যেই আমাদের চোখে পড়ে। এমন অনেক পড়ুয়ারা রয়েছেন যারা নির্দিষ্ট পরিমাণ টাকার অভাবে পড়াশোনা করতে পারেন না। সেই কারণে পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে আর্থিক সহায়তা।

ADVERTISEMENTS

How to apply PNB Scholarship 2024 online

সম্প্রতি জনপ্রিয় ব্যাংক পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি স্কলারশিপ প্রোগ্রামের। এই স্কলারশিপ প্রোগ্রাম ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে এমনটাই দাবি করা হচ্ছে। এই স্কলারশিপের সুবিধা পেতে হলে বেশ কয়েকটি শর্তাবলী মেনে চলতে হবে মেধাবী পড়ুয়াদের।

কারা পিএনবির স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন?

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পাবেন তারা পিএনবি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নবম শ্রেণী থেকে পড়ুয়ারা পাবেন এই স্কলারশিপ।

পিএনবি স্কলারশিপ এর অধীনে পড়ুয়ারা কত টাকা পাবেন?

পুরোপুরি ৪০ হাজার টাকার মতো পড়ুয়াদের দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন শ্রেণী ভেদে পড়ুয়ারা বিভিন্ন টাকার সুবিধা পাবেন। যেমন:

নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক পেয়ে যাবেন ৫০০০ টাকা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক পাবেন ৬২৫০ টাকা করে। যারা পড়ছেন বিটেক তাদের জন্য বার্ষিক ৪০ হাজার টাকা দেওয়া হবে। যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন আন্ডারগ্রাজুয়েট তাদের জন্য দেওয়া হবে বার্ষিক ৩০ হাজার টাকা করে। এছাড়াও স্নাতকোত্তর এবং এমটেক পড়ুয়ারা পেয়ে যাবেন বার্ষিক ৪০,০০০ টাকা। আইটিআই পড়ুয়াদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার সুবিধা থাকছে। যে সমস্ত ছাত্র ছাত্রীরা ডিপ্লোমা কোর্স করছেন তাদের দেওয়া হবে ২৫ হাজার টাকা (PNB Scholarship 2024)।

এই টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড কী থাকছে?

নবম শ্রেণীতে যারা আবেদন করতে চান তাদের অষ্টম শ্রেণীর ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে। আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে অবশ্যই।

একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য দশম শ্রেণীতে ন্যূনতম ছাত্রছাত্রীদের রাখতে হবে ৬০ শতাংশ নম্বর। পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে (PNB Scholarship 2024)।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিটেক করছেন তাদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ষাট শতাংশ নম্বর থাকতে হবে থাকতে হবে একটি ডিপ্লোমা কোর্সও। এক্ষেত্রেও পারিবারিক বার্ষিক আয়ের পরিমান তিন লক্ষ টাকার নিচে হতে হবে।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আইটিআই করছেন তাদের দশম শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর রাখতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এম থেকে রয়েছেন তাদের দশম ১০ এবং ডিপ্লোমাতে ন্যূনতম রাখতে হবে ষাট শতাংশ নম্বর (PNB Scholarship 2024)।

স্নাতকোত্তর এবং আন্ডার গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের দশম দ্বাদশ ডিপ্লোমাতে অবশ্যই রাখতে হবে ৬০% নম্বর।

প্রয়োজনীয় কী কী নথি লাগবে?

  • আবেদনকারীর ছবি
  • পরিচয় এর প্রমাণ পত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • আ এর প্রমাণপত্র
  • স্টুডেন্ট ব্যাংক পাস বই
  • গত শিক্ষা বর্ষের মার্কশিট
  • চলতি বছরের ফি রশিদ
  • পড়াশুনায় ভর্তির চিঠি
  • সর্বশেষে উত্তীর্ণ পরীক্ষার মার্কশীট।

কীভাবে আবেদন করবেন?

এখানে আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে চলে যেতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইন্যান্স ওয়েবসাইটে। তারপর সেখান থেকেই হোমস্ক্রিনে করে খুলে যাবে স্কলারশিপের তালিকা। এখান থেকেই ক্লিক করতে হবে আবেদনের অপশনে। ধাপে ধাপে রেজিস্টার করতে হবে এবং যা যা তথ্য চাওয়া হচ্ছে তা দিয়ে দিতে হবে। সর্বশেষে ক্লিক করতে হবে সাবমিট অপশনে।

কীভাবে আবেদনকারীকে নির্বাচিত করা হবে?

শিক্ষার্থীদের আর্থিক অবস্থার ভিত্তিতে এবং সবটা যাচাই করে নেওয়ার পর পড়ুয়াদের ইন্টারভিউ রাউন্ডের জন্য উপস্থিত করা হবে। এরপরই বৃত্তির সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment