Aadhaar Card Update 2024: হাতে মাত্র আর তিনটে দিন! এরপরেই নাকি বন্ধ হয়ে যেতে পারে আধার কার্ড। অন্তত চারিদিকে এমনটাই শোনা যাচ্ছে। তবে কীভাবে কোনও ব্যক্তি নিজের আধার কার্ড বন্ধ হওয়া থেকে বাঁচতে পারেন তাই আজকে আলোচনা করা হবে প্রতিবেদনে।
Aadhaar Card Update 2024
আসলে বহুদিন ধরেই আধার কার্ড (Aadhaar Card Update 2024) কর্তৃপক্ষ সংস্থা অর্থাৎ ইউআইডিএআই (UIDAI) এর তরফ থেকে গ্রাহকদের বারবার করে নিজেদের আধার কার্ড আপডেট করানোর জন্য বলা হচ্ছিল। কিন্তু কোনও ভাবে গ্রাহকরা গাফিলতি করায় আধার কার্ড কর্তৃপক্ষ বারবার বলছে তার যথাযথভাবে আপডেট করিয়ে নিতে।
জানা যাচ্ছে আগামী 14 ই মার্চ অবধি যে কোনও কেন্দ্রে কিংবা অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করা হবে একেবারে বিনামূল্যে। অর্থাৎ গ্রাহককে তার পকেট থেকে একটা টাকাও খসাতে হবে না।
সম্প্রতি আধার কার্ডের ব্যবহার সব জায়গাতেই বেড়েছে। কোন সরকারি কাজ হোক কিংবা বেসরকারি কাজ আধার কার্ড ছাড়া যেন কিছুই চলে না। এই সময় যদি কোন ব্যক্তি আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি রকম অসুবিধার সম্মুখীন হবেন তিনি! এই অসুবিধা এড়াতেই প্রত্যেকের উচিত সময় থাকতে থাকতে নিজেদের আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া।
এবার নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন জাগছে কীভাবে তারা নিজেদের আধার কার্ড আপডেট (Aadhaar Card Update 2024) করাবেন! ইউআইডিএআইএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হচ্ছে আগামী তিন দিনের মধ্যে অনলাইন কিংবা অফলাইন দুই মাধ্যমের মধ্যে দিয়েই আধার কার্ড আপডেট করাতে পারবেন যেকোনো ব্যবহারকারী।
কীভাবে অনলাইনে নিজের বাড়িতে বসে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update 2024) করবেন?
আধার কার্ডের নাম, ঠিকানা, জন্ম, লিঙ্গ, ইমেল আইডি, মোবাইল নম্বর নিখুঁতভাবে পরিবর্তন করার জন্য অনুসরণ করতে হবে নিচের এই পদক্ষেপগুলি।
১) প্রথমেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ চলে যেতে হবে আধার কার্ড ব্যবহারকারীকে।
২) এরপরে ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাস’-এ ক্লিক করতে হবে তাঁকে।
৩) আধার কার্ডের মধ্যে থাকা মোবাইল নম্বরে যে OTP আসবে সেটি বসিয়ে লগইন করতে হবে সম্পূর্ণরূপে।
৪) এরপর 12 ডিজিটের আধার নম্বর ও ক্যাপচা বসিয়ে “Send OTP” অপশনে ক্লিক প্রেস করতে হবে।
৫) রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে ‘Update Demographics Data’ অপশন বেছে নিতে হবে আধার কার্ড ব্যবহারকারীকে।
৬) এরপর ‘Proceed’ এ ক্লিক করে প্রয়োজনীয় নথি আপলোড এবং ‘Submit’ করে দিতে হবে।
এবারে জেনে নেওয়া যাক, কীভাবে অফলাইনের সাহায্যে নিজের আধার কার্ড আপডেট করবেন?
অনলাইন ছাড়া অফলাইনেও সংশোধন করা যাবে নিজের আধার কার্ড। এর জন্য সবার প্রথম নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে প্রয়োজনীয় সব নথি। আধারে যে 12 ডিজিটের নম্বর থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য সমৃদ্ধ।
বর্তমানে যে কোনও পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ড, যা এক প্রকার বাধ্যতামূলক বলা যেতে পারে। এর জন্যেই এটি নির্ভুল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। নাহলে যেকোনও সময় ঘটতে পারে চরম বিপত্তি। তাই সময় থাকতে সম্পূর্ণ নিখরচায় আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া আবশ্যক।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak