Work From Home: দারুন সুযোগ! দশম ও দ্বাদশ শ্রেণী পাশে চাকরি দিচ্ছে Amazon. বাড়ি বসে ইনকাম করুন 35,000 টাকা।

Share:

ভারতের যুবক-যুবতীদের চাকরি দিচ্ছে Work From Home চাকরি দিচ্ছে Amazon. বিশ্বখ্যাত ই-কমার্স সংস্থাটি ২০২৫ সালের শুরুতেই ঘোষণা করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে Work From Home ভিত্তিক একাধিক পদে কর্মী নিয়োগ করবে। দীর্ঘদিন ধরেই রিমোট কাজকে ভবিষ্যতের কর্মসংস্থানের মডেল হিসেবে দেখা হচ্ছিল, আর এবার Amazon সেই দিকেই এগিয়ে গেল বাস্তব পদক্ষেপ নিয়ে।

Amazon Work From Home Job 2025

ভারতবর্ষের যুবক-যুবতীরা যারা চাকরি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন (Job Recruitment), তাঁরা অ্যামাজনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই চাকরি করে তাঁরা বাড়ি বসে মাসে 35,000 টাকা ইনকাম করার সুযোগ পাবেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থী নিয়োগ করবে এই সংস্থা। অ্যামাজনে চাকরি পেতে কিভাবে আবেদন জানাবেন ডিটেলস জেনে নিন।

কোন কোন পদে নিয়োগ হবে?

অ্যামাজন প্রধানত নিম্নলিখিত বিভাগে নিয়োগ করতে চলেছে-

১) ডেটা এন্ট্রি অপারেটর ২) কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ ৩) কনটেন্ট রিভিউ অ্যাসোসিয়েট ৪) টেকনিক্যাল সাপোর্ট স্টাফ। প্রতিটি পদেই থাকবে পূর্ণকালীন কাজের সুযোগ এবং সংস্থার নির্ধারিত মান অনুযায়ী পেশাদার প্রশিক্ষণ।

চাকরির আবেদন যোগ্যতা

প্রত্যেকটি চাকরির নির্দিষ্ট আবেদন যোগ্যতা থাকে। আসুন দেখে নেওয়া যাক কি যোগ্যতা থাকলে এই চাকরিতে আবেদন করা সম্ভব।

  • দশম শ্রেণী পাশে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী বা স্নাতক পাশের যোগ্যতার প্রয়োজন হবে।
  • উক্ত আবেদনকারীর ইংরেজি ও আঞ্চলিক ভাষায় স্পষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • তাঁর বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।
  • তাঁর টাইপিং, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারনা এবং ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা থাকতে হবে।
  • এই চাকরির জন্য আপনার ডেক্সটপ কিংবা ল্যাপটপ ও বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আরও পড়ুন: ক্লাস টেন পাশে বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। মাসে ইনকাম 30,000 টাকা। কিভাবে আবেদন?

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

বেতনের দিক থেকে প্রার্থীদের জন্য সুযোগ যথেষ্ট আকর্ষণীয়।অ্যামাজনের নতুন নিয়োগে মাসিক বেতন হবে ১৫,০০০-৩৫,০০০ টাকা। ফ্রেশারদের জন্য বেতন হবে ১৫ হাজার টাকা আর অভিজ্ঞদের জন্য ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।পাশাপাশি, কর্মীদের জন্য থাকবে- নির্দিষ্ট ক্ষেত্রে ইন্টারনেট বিল রিইম্বার্সমেন্ট, হেলথ বেনিফিট অভ্যন্তরীণ প্রশিক্ষণের মাধ্যমে ক্যারিয়ার গ্রোথের সুযোগ।

আবেদন জানাবেন কিভাবে?

এই চাকরিতে যুক্ত হতে হলে প্রার্থীদের প্রথমে Amazon-এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে পদ বেছে নিয়ে আবেদন জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে হাতে তুলে দেওয়া হবে চূড়ান্ত নিয়োগপত্র।

আরও পড়ুন: ঘরে বসে প্রতিদিন ১৫০০ টাকা আয় করার ৫টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া

উপসংহার

চাকরি বাজারে যখন অনিশ্চয়তা ও প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে, তখন Amazon-এর এই উদ্যোগ নিঃসন্দেহে নব প্রজন্মকে স্বস্তি দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের আন্তর্জাতিক সংস্থার পদক্ষেপ ভারতের দক্ষ কর্মশক্তিকে বিশ্ববাজারে আরও বেশি করে যুক্ত করবে। এই উদ্যোগের ফলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর যুবক-যুবতী চাকরি পাবেন ও স্বনির্ভর হতে পারবেন।

শেয়ার করুন: Sharing is Caring!