SVMCM Scholarship – ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ ঘোষণা, এইবার কত টাকা পাবেন দেখুন।

Share:

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ঐক্যশ্রী আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Aikyashree SVMCM Scholarship) নিয়ে বড় খবর সামনে এসেছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইনান্স কর্পোরেশনের তরফ থেকে এইসব স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। কতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে? কবে থেকে শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

ADVERTISEMENTS

Aikyashree SVMCM Scholarship

রাজ্য সরকার মেধাবী পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করলে ১ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায়। এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকে। এমনকি বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারাও এই স্কলারশিপের সুবিধা পেয়ে যায়।

পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Aikyashree SVMCM Scholarship). এটিকে অনেকেই বিকাশ ভবন স্কলারশিপ নামেও চেনে। পশ্চিমবঙ্গের প্রায় ২১ শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় ১৬.৪ শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। এইসব পরিবারের কাছে পড়াশোনা এক অলীক স্বপ্ন।

ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কবে পাবে ছাত্রছাত্রীরা? এক ক্লিকে জেনে নিন।

এমন পরিবারগুলিতে অনেক মেধাবী সন্তান থাকা সত্ত্বেও টাকা পয়সার অভাবে উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তারা পূরণ করতে পারে না। তাদের কথা ভেবেই রাজ্য সরকার একাধিক স্কলারশিপের সুবিধা দিয়ে থাকেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর কর্তৃক এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। (Aikyashree SVMCM Scholarship)

ছাত্র ছাত্রীরা চাইলে এখনও ঐক্য শ্রী প্রকল্পে আবেদন করতে পারবে। পোস্ট ম্যাট্রিক বিভাগের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন করা যায়। কিন্তু নতুন নোটিফিকেশন জারি হয়েছে ছাত্রছাত্রীরা ২০২৪ এর ৩১ শে মার্চ পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারবে। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে? তার জন্য জানিয়ে রাখি, দুটি স্কলারশিপই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অন্তর্গত।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন? তারিখ সম্পর্কে নতুন আপডেট জেনে নিন।

তাই ৩১ শে মার্চ পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে। পরবর্তীকালে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে তারিখ বাড়ানো হতে পারে। দরিদ্র ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপ চালু করেছে। এর মাধ্যমে তারা পড়াশোনার জন্য আর্থিকভাবে সহায়তা পেয়ে থাকেন। বিভিন্ন বিভাগ ও মেধার ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ (Aikyashree SVMCM Scholarship). ছাত্রছাত্রীরা ৩১ শে মার্চ পর্যন্ত ঐক্যশ্রী আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment