Aadhar Card Link হল এখনকার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এর কারন হল এখন আধার কার্ড যেকোনো ভারতীয়র কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি নথি। এই নথি নিয়ে কেন্দ্র সরকার কোন না কোন নতুন নিয়ম জারি করেই থাকে। এবার আরও এক গুরুত্বপূর্ণ নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। এর ফলে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এখন থেকে বায়োমেট্রিক ছাড়াই করা যাবে আধার কার্ড নথিভুক্ত! এই নিয়ম গোটা ভারতে লাগু হবে। এই নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়তে পারেন আপনিও। জেনে নিন।
Aadhar Card Link Last Date 31st December 2023
এখন আধার কার্ড ভারতবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি নথি। যেকোনো সরকারি ও বেসরকারি কাজেই আধার কার্ডের দরকার পড়ে। কেন্দ্র সরকার 31st ডিসেম্বরের মধ্যে Aadhar Card Link এর কাজ শেষ করতে বলেছে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক, প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক আর আধার কার্ডের সাথে গ্যাস কানেকশনের লিংক করাতে হবে।
না করালে সমস্যায় পড়তে হবে। এই নিয়মেই এবার নতুন পরিবর্তন এসেছে। এতদিন Aadhar Card Link এর সময় বায়োমেট্রিক লাগত। এবার থেকে বায়োমেট্রিক ছাড়াই করা যাবে এই কাজ। এই নিয়েই সম্প্রতি একটি ঘটনা সামনে উঠে এসেছে। কেরলের এক মহিলা আঙুলের ছাপ স্পষ্ট না আসার কারণে আধার নথিভূক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। এই খবর সামনে আসার পর থেকে নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার।
সরকারের বড় ঘোষণা! 31st ডিসেম্বরের পর আর পাবেন না ফ্রী রেশন ব্যবস্থা।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী রাজিব চন্দ্রশেখর সংবাদমাধ্যমকে বলেছেন, কোন ব্যক্তি বায়োমেট্রিক্স স্ক্যানের মাধ্যমে আধার নথিভূক্তকরণ করতে না পারলে সেক্ষেত্রে বিকল্প সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকারের আধার মন্ত্রক। এক্ষেত্রে দু’রকমের পদ্ধতি চালু আছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে ছাপ স্পষ্ট না আসলে তাঁরা চোখের আইরিশ স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক সম্পন্ন করতে পারবেন।
আর যাঁদের চোখের আইরিশ স্ক্যান করা সম্ভব হবে না, তাঁরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মাধ্যমে আধার নথিভুক্তকরণ করতে পারবেন। আবার যদি কারোর ফিঙ্গারপ্রিন্ট আর চোখের আইরিশ কোনটাই ঠিক ভাবে স্ক্যান করা সম্ভব না হয় তাহলে কীভাবে আধার নথিভুক্তকরণ হবে? এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চায়। কারন বর্তমানে এই সমস্যার সম্মুখিন হতে হয়েছে অনেক নাগরিককেই।
এর উত্তরে ইলেকট্রনিক্স মন্ত্রী বলেছেন, যদি কারোর ফিঙ্গারপ্রিন্ট আর আইরিশ স্ক্যান করা না যায় সেক্ষেত্রে তাঁর নাম, ঠিকানা, ডেট অফ বার্থ আর জেন্ডার এর মাধ্যমে আধার রেজিস্ট্রেশন এর কাজ করতে পারবেন। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। অবশেষে সমাধান পেয়ে খুশি অনেকেই। এই ধরনের আরও খবর পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে শেয়ার করুন।
Written by Aindrila Dhani.