Aadhaar Card – অনলাইনের মাধ্যমে খুব সহজেই বদলে ফেলুন আধার কার্ডের পুরোনো ছবি।

Share:

আপনার আধার কার্ডটি (Aadhaar Card) কি খুবই পুরনো এবং আধার কার্ডে আপনার ছবিটিও খুব পুরনো এবং সেটিকে আপনি বদলাতে চান? তাহলে এবার খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন এবং নিজের পছন্দমত ছবি আধার কার্ডে লাগাতে পারেন। আজকের এই প্রতিবেদনে আধার কার্ড সম্পর্কে একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনি কিভাবে আপনার আধার কার্ডের ছবি বদলাতে পারবেন তা জানতে চাইলে নিচের প্রতিবেদনটি পড়ুন।

ADVERTISEMENTS

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডে শুধু ব্যক্তির বিশদ বিবরণ দিয়ে থাকেন। আধার নিয়ামক সংস্থা(UIDAI) জানিয়েছে , আধার কার্ডে ব্যক্তির নাম,মোবাইল নম্বর,জন্মতারিখ,এর সাথে সাথে ব্যক্তির ছবি ও বদলে ফেলতে পারেন। কোন সরকারি পরিষেবা হোক বা পরিচয় পত্র বর্তমানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Swastha Sathi

বর্তমানে ভারতবর্ষের কাছে বারো সংখ্যার আধার কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আধার কার্ডে ব্যক্তির যাবতীয় তথ্য বিশ্লেষণ করা থাকে। আধার কার্ড তৈরীর সময় ব্যক্তির নাম,ঠিকানা,হাতের ছাপ,চোখের স্ক্যান করা হয়। অনেক সময় মানুষের প্রয়োজন অনুযায়ী নাম,ঠিকানা, বদল করার দরকার হয়। আবার কোন সময় নিজের ছবিও পছন্দ লাগে না। মনে হয় আধারের ছবি খানিকটা বদলে ফেললেই ভালো হবে।

Aadhaar Card Photo Change Process

আপনি যদি আধার কার্ডের ছবি বদলাতে চান তাহলে কি করবেন? কিভাবে বদলাবেন ছবি,দেখে নিন। আধার কার্ডের (Aadhaar Card) ছবি বদলাতে চাইলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।

প্রথমতঃ আপনি যদি আপনার আধার কার্ডের ছবি বদলাতে চান তাহলে সেক্ষেত্র প্রথমে আপনাকে অনলাইনে বা অফলাইনে গিয়ে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর ফর্মটা ফিলাপ করে নিতে হবে ভালো করে। তারপর আধার এনরোলমেন্ট সেন্টার বা তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে ফর্মটি জমা করতে হবে।

অবশ্যই পড়ুন » Ration Card – গরিবের রেশনে কোপ। পরিমানে কম, ফ্রী রেশন নিয়ে বড় খবর।

দ্বিতীয়তঃ আধিকারিক কেন্দ্রের প্রতিনিধি আপনার বায়োমেট্রিক যাচাই করবেএবং একটি নতুন ছবি কেন্দ্রের প্রতিনিধিটিকে দিয়ে দিবেন। ফটো পরিবর্তনের জন্য কোনও অতিরিক্ত নথির প্রয়োজন নেই। সেখান থেকে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। ফটো পরিবর্তন বা আপডেট এর জন্য ৫০ টাকা ফি প্রযোজ্য।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment