Reliance Jio: মাত্র 100 টাকার কম খরচে রিলায়েন্স জিওর সেরা পাঁচটি রিচার্জ প্ল্যান। সস্তায় চলবে গোটা মাস

Share:

আপনি কি একজন রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য দারুন খবর। নামমাত্র খরচে এবার চলবে গোটা মাস। কারণ? ১০০ টাকার কম খরচে পাঁচটি সেরা রিচার্জ প্ল্যান এনেছে মুকেশ আম্বানির সংস্থা। আপনিও যদি মোবাইলের খরচ কমাতে চান, তাহলে এই প্ল্যানগুলি (Jio Recharge Plan) আপনার জন্য বেস্ট চয়েস হতে চলেছে।

Reliance Jio Top 5 Recharge Plan

ভারতের প্রথম সারির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) তাঁর গ্রাহকদের জন্য নিয়মিত নতুন রিচার্জ অফার নিয়ে আসে। টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে কম খরচে বেশি ডেটা দেওয়ার দৌড়ে সামিল হয়েছে জিও (Jio Recharge). বিশেষ করে মাত্র 100 টাকার নিচে থাকা রিচার্জ প্ল্যানগুলো সমস্ত গ্রাহকের কাছেই জনপ্রিয়। আসুন দেখে নেওয়া যাক এরকমই সেরা পাঁচটি রিচার্জ প্ল্যান।

১১ টাকার জিও রিচার্জ প্ল্যান

এই লিস্টের সবচেয়ে সস্তা প্ল্যান। মাত্র ১১ টাকায় ব্যবহারকারী পাবেন ১ ঘন্টার ভ্যালিডিটি এবং এক ঘন্টায় পুরো ১০ জিবি ডেটা। জরুরি পরিস্থিতিতে দ্রুত হাই-স্পিড ইন্টারনেট দরকার হলে এই প্ল্যান কার্যকর।

১৯ টাকার জিও প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ১ দিনের ভ্যালিডিটি সহ ১ জিবি ডেটা। স্বল্প সময়ের জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি সাশ্রয়ী বিকল্প।

আরও পড়ুন: পুজোর অফার! টানা ৬ মাস ফ্রি রিচার্জ! 200 দিন আনলিমিটেড 5G ডেটা, কলিং সঙ্গে OTT সুবিধা!

৩৯ টাকার জিও রিচার্জ প্ল্যান

মাত্র ৩৯ টাকায় মিলছে ৩ দিনের ভ্যালিডিটি। এই সময়ে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মোট ৯ জিবি ডেটা পাওয়া যাবে।

৬৯ টাকার জিও রিচার্জ প্ল্যান

প্রায় ৭ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ৬ জিবি ডেটা পাবেন। সপ্তাহখানেকের জন্য যারা অতিরিক্ত ডেটা চান, তাদের জন্য এটি সঠিক পছন্দ হতে পারে।

৭৭ টাকার জিও রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটি গ্রাহকদের দেয় ৫ দিনের ভ্যালিডিটি সহ ৩ জিবি ডেটা। বিশেষ চমক হিসেবে এতে রয়েছে ৩০ দিনের জন্য Sony LIV সাবস্ক্রিপশন। ফলে গ্রাহকরা অনলাইনে ডেটা ব্যবহার ছাড়াও বিনোদনের দুনিয়া উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: মাত্র ৯৯৯৯ টাকায় দুর্দান্ত স্মার্টফোন Vivo T4 Lite 5G লঞ্চ হলো। পাবেন 50MP ক্যামেরা, 128GB স্টোরেজ, 6000mAh ব্যাটারি!

 

উপসংহার

সবমিলিয়ে, রিলায়েন্স জিওর 100 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যানগুলি (Jio Recharge Plan) অল্প বাজেটে বেশি সুবিধা দিতে সক্ষম। তবে প্রশ্ন থেকেই যায়, এই স্বল্প মেয়াদের প্ল্যানগুলি কি সত্যিই গ্রাহকদের দীর্ঘমেয়াদি চাহিদা পূরণ করতে পারবে, নাকি শুধু জরুরি প্রয়োজনে সীমাবদ্ধ থাকবে? তবে রিলায়েন্স জিওর বেশ কিছু আনলিমিটেড প্যাকও রয়েছে। আপনারা চাইলে তার সুবিধা নিতে পারেন। এই রিচার্জ প্ল্যানগুলির ডিটেলস জিওর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!