ATM Card – বীনা বিনিয়োগে সাধারণ মানুষের জন্য 5 লাখ টাকা অব্দি বীমার সুযোগ।

Share:

আপনার কাছে কি ATM Card আছে? আপনি কি এই কার্ডের সব নিয়ম জানেন? বর্তমানে প্রায় সকলের কাছেই ATM card দেখা যায়। ডিজিটাল ইন্ডিয়াতে এটিএম কার্ড এর ব্যবহার করে না, এমন মানুষ হয়ত খুবই কম। তবে ATM card থাকলে আপনি পেয়ে যেতে পারেন 5 লাখ টাকা। কিভাবে? জেনে নিন।

ATM Card থাকলেই পাবেন 5 লাখ টাকার সুবিধা!

ATM card এর মাধ্যমে মানুষ টাকা তুলে থাকে। এবার সেই ATM card এর জন্য একদম বিনামূল্যে 5 লাখ টাকার সুবিধা পেয়ে যাবেন আপনারা। ব্যাংকের তরফ থেকে এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এই কারণে অনেকেই জানেন না এই ব্যাপারে। আজকের প্রতিবেদনে আমরা এটিএম কার্ড ব্যবহার করে কিভাবে 5 লাখ টাকা পাবেন? এই কথাই বলব।

ATM card এর ব্যবহারকারীরা একদম বিনামূল্যে 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। তবে এর জন্য আপনাকে হতে হবে প্রধানমন্ত্রী জন ধন যোজনা আর RuPay কিংবা Master card এর ব্যবহারকারী। তাহলেই পেয়ে যাবেন 5 লাখ টাকা পর্যন্ত বীমা। দুর্ঘটনার শিকার হলে এই বিমার সুবিধা পাওয়া যাবে। এছাড়া দুর্ঘটনার কারণে কারোর মৃত্যু হলে এই টাকা পেয়ে যাবে নমিনি।

কিভাবে পাবেন 5 লাখ টাকার সুবিধা ?
ন্যূনতম 45 দিনের জন্য কোন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করলে আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। যেকোনো ব্যাংকের ATM card থাকলেই হবে। তবে এটিএম কার্ড এর ধরনের উপর নির্ভর করবে বীমার কভারেজ। তবে আপনারা সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেয়ে যেতে পারেন।

কোন্ ATM card এ পাবেন কত টাকা কভারেজ?
আপনার কাছে যদি যেকোনো ব্যাংকের ক্লাসিক কার্ড থাকে, তাহলে 1 লাখ টাকা বীমা কভারেজ পেয়ে যাবেন। সাধারণ মাস্টার কার্ডের ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাওয়া যাবে। আবার যদি আপনি প্ল্যাটিনাম কার্ড ব্যবহার করেন, তাহলে বীমা কভারেজ পাবেন 2 লাখ টাকা পর্যন্ত। তবে আপনার কাছে যদি প্ল্যাটিনাম মাস্টার কার্ড ও ভিসা কার্ড থাকে তাহলে বীমার কভারেজ দাঁড়াবে 5 লাখ টাকায়।

নতুন বছরের শুরুতে UPI নিয়ে একাধিক নতুন নিয়ম জারি! ব্লক করা হবে আইডি। সমস্যা এড়াতে নতুন নিয়ম জেনে নিন।

ভিসা কার্ড এর জন্য এই পরিমাণ দাঁড়াবে 1 লাখ 50 হাজার টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে। অপরদিকে যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী জন ধন যোজনায় নথিভুক্ত আছেন তাঁরা Rupay কার্ডের মাধ্যমে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেয়ে যাবেন।

কিভাবে দাবি করবেন বীমা কভারেজ এর জন্য?
ATM বীমা দাবী করার জন্য নমিনিকে সংশ্লিষ্ট ব্যাংকে যেতে হবে। এর জন্য ব্যাংকে গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে। ধারকের দুর্ঘটনা হলে আপনাদের FIR এর কপি, হাসপাতালের সংসদ পত্র ইত্যাদি জমা করতে হবে। আর যদি ধারক মারা যান, তাহলে মৃত ব্যক্তির শংসাপত্রের মূল কপি, FIR এর কপি, ধারকের মৃত্যুর প্রমাণপত্র ইত্যাদি জমা করতে হবে।

ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক করলো আরবিআই! মোবাইলে থাকলে আজই ডিলেট করুন।

কোনও অঙ্গ অক্ষম হলে 50 হাজার টাকা পর্যন্ত কভারেজ দাবি করা যাবে। হাত আর পা দুটি যদি অক্ষম হয়ে যায় তাহলে 1 লাখ টাকা পর্যন্ত দাবী করা যাবে। আর ধারকের মৃত্যু হলে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাওয়া যাবে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে ATM card এর ধরনের ওপর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment