Cricket – ভারতীয় ক্রিকেট দলে নক্ষত্র পতন! 2025 সালেই 3 জন ক্রিকেটার একসঙ্গে অবসর নিতে পারে

Share:

ভারতীয় ক্রিকেট (Cricket) দলে নক্ষত্র পতন একসঙ্গে অবসর নিচ্ছেন তিনজন জনপ্রিয় ক্রিকেটার। ২০২৫ এর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবার কি, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে চলেছে? যদি ঐ আই-সি-সি ইভেন্টে টি-টোয়েন্টি ফরম্যাটে হয় তাহলে ভারতের বেশ কিছু ক্রিকেটাররা অবসর নিতে পারেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রায় শেষের দিকে (world Cup 2023)। শুধুমাত্র আর তিনটি ম্যাচ এর অপেক্ষায়। এরপরে ভক্তরা দিন গুনতে শুরু করে দিয়েছে আই-সি-সির (ICC) পরবর্তী ইভেন্ট গুলিকে।

ADVERTISEMENTS

3 cricketers retired from Indian cricket team

আর মাত্র কিছুদিন পরে অর্থাৎ ২০২৪ সালে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তারপরে রয়েছে 2025 সালে চ্যাম্পিয়নস ট্রফি। সাধারণত এই চ্যাম্পিয়ন্স ট্রফি ও-ডি-আই (ODI) ক্রিকেট ফরম্যাটে হয়ে থাকে কিন্তু এবার,এটা হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। কিছুদিন আগে একটি প্রতিবেদন থেকে এরকমই শোনা গিয়েছে। যদি সত্যিই ওই ইভেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে হয়ে থাকে, তাহলে বেশ কিছু ভারতীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিতে পারেন। এবার আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক সেই তিনজন ব্যক্তিকে।

Kolkata Film Festival

(১) রোহিত শর্মা

বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হল রোহিত শর্মা। রোহিতের বয়স ৩৫ এর উর্দ্ধে তাই অনেকদিন থেকেই কথা উঠে এসেছিল যে তার অবসর নেওয়ার সময় চলে এসেছে। কিন্তু তার ফর্ম ভালো থাকায় 2025 ওয়ার্ল্ড কাপ খেলে ও-ডি-আই জগৎ থেকে অবসর নেওয়া ভালো হবে। ২০২৩ ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাকে বেশ ছন্দে দেখায়, তাই সবাই ভেবেছিল ২০২৫ এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিবেন। কারণ ওই ইভেন্টে হিটম্যান রোহিত শর্মার ও-ডি-আই কেরিয়ার অবসর নেওয়ার ভালো সময়। কিন্তু যদি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি ফরমেটে হয়, তাহলে ভক্তরা খুব শিগগিরই দেখতে পাবেন রোহিত শর্মাকে অবসর নিতে।

(২) রবীন্দ্র যাদেজা

বিশ্বের সর্বসেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হলেন রবীন্দ্র যাদেজা। সম্ভবত ধারণা করা যায় ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবে না যাদেজা। যদিও খেলেন তাও নিজেকে সরিয়ে নিতে পারেন। কিন্তু ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি অনায়াসে খেলতে পারবেন। যদি এই ইভেন্ট T20 ফরম্যাটে হয় তাহলে যাদেজা কে T20 খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে ওডিআই ফরম্যাটে সুযোগ পাবে না। এক্ষেত্রে ভারতের ক্রিকেট দল ২০২৭ বিশ্বকাপে যাদেজাকে নিয়ে ঝুঁকি নেবে না। তাই যাদেজার এবছর ও-ডি-আই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সম্ভাবনা আছে।

আরোও পড়ুন » এই বিশেষ ধরনের পুরনো 5 টাকার নোট থাকলেই পাবেন লাখ টাকা। সঠিক উপায়ে বিক্রয় করার পদ্ধতি।

(৩) রবিচন্দ্রন অশ্বিন


রবিচন্দ্রন অশ্বিন অনেক আগেই ওডিআই ক্রিকেট (Cricket) থেকে বাদ পড়ে গেছিলেন। বিশ্বসেরাদের মধ্যে একজন ডানহাতি স্পিনার হলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারত ও অস্ট্রেলিয়ার ও-ডি-আই সিরিজে সুযোগ পান তিনি। বিশ্বকাপের সময় অলরাউন্ডার অক্সার পেটেল চোট হওয়ার কারণে রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে চান্স পান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি টি২০ ফরম্যাটে যদি হয় তাহলে খুব শিগগিরই তিনি ওডিআই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment